Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার ১৯সেপ্টেম্বর ২০২১ঃ করোনা মহামারী উত্তর মানবসেবার ধরন ও লক্ষ্যমাত্রা ঠিক করতে  স্বেচ্ছাসেবী সংগঠন “সঙ্গে আছি ফাউন্ডেশন” এর প্রথম বোর্ডসভা সংগঠনের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় ১৮ অক্টোবর, শনিবার অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি মো: জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কাজী মোর্শেদ হোসেন কামাল, সঙ্গে আছির পরিচালক অর্থ আহমেদ পারভেজ শামসুদ্দিন, পরিচালক ও একাত্তর টিভির বিজনেস এডিটর কাজী আজিজ মাখন, ফিন্যানসিয়াল এক্সপ্রেস এর বিশেষ সংবাদ দাতা আজিজুর রহমান রিপন, চ্যনেল আইর বিশেষ সংবাদদাতা রিজভী নেওয়াজ, পিআইবির সহকারী প্রশিক্ষক ও  সঙ্গে আছি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বারেক কায়সার, সঙ্গে আছি ফাউন্ডেশনের পরিচালক শিশু উন্নয়ন দিলআরা লীনা  সহ সঙ্গে আছি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। “সঙ্গে আছি ফাউন্ডেশন” বিগত দেড় বছরে প্রায় ১ লাখ অসহায় মানুষের খাদ্য সহযোগিতা ও ১০ হাজার শিশুর খাদ্ ঈদের পোশাক ও কয়েকজন পথশিশুকে পূনূর্বাসনের ব্যবস্থা করেছে। এছড়া করোনার মধ্যে কুকুর বানর, পুরোনো ঢাকার ঘোড়ার খাবারের ব্যবস্থা করেছে।