Sat. Aug 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পরপর দুটি দেশ পাকিস্তান সফর বাতিল করায় দেশটির ক্রিকেটার, সমর্থক এবং বোর্ড কর্মকর্তারা চরম হতাশ। এর মাঝেই এলো হুমকির খবর। গতকাল নিউজিল্যান্ডের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিরাপত্তা নিয়ে হুমকি জানিয়ে মেইল পাঠানো হয়। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অবশ্য জানিয়েছে, ইসিবির কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নিরাপত্তা হুমকি জানানো মেইল গুরুতর নয়। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেয়েদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নিউজিল্যান্ডের পুরুষ দল এখন পাকিস্তান ছেড়ে দুবাইয়ে অবস্থান করছে। এবারের হুমকি নিয়ে এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘এনজেডসিকে ঘিরে একটা হুমকি দেওয়া মেইল ইসিবি পেয়েছে। যদিও এই মেইলে নির্দিষ্ট করে হোয়াইট ফার্নসের কথা বলা হয়নি, তবু মেইলটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এটা নিয়ে তদন্ত হয়েছে। তদন্তের পর এটিকে অত গুরুতর মনে হয়নি। হোয়াইট ফার্নস লেস্টারে পৌঁছেছে, এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।