Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার,২১সেপ্টেম্বর ২০২১ঃ স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ট্রেজারি চালান এর অর্থ জমানিতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংকলিমিটেড। এ উপলক্ষ্যে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার এর সভাপতিত্বে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। এছাড়াও অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের সিআইটি ও সুফী তোফায়েল আহমেদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই আনুষ্ঠানিক তার আগেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে গত ১৪ জুলাই ২০২১ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকে অনলাইনে সরকারি চালান গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে, সরকারি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি সফটওয়ারের মাধ্যমে তফসিলি ব্যাংকে সরকারি টাকা গ্রহণের একটি মহাপ্রয়াস হল স্বয়ংক্রিয় চালান পদ্ধতি, যার মাধ্যমে সরকারের কোষাগারে অর্থ যথা সময়ে জমা হবে এবং সরকারের বাজেট প্রণয়নে সহায় কহবে।