খােলাবাজার২৪, মঙ্গলবার,২১সেপ্টেম্বর ২০২১ঃ অগ্রণী ব্যাংক লিমিটেড এর শতভাগ মালিকানাধীন অ-ব্যাংকআর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড এর ১০ম বার্ষিক সাধারণ সভা গতকাল ২১/০৯/২০২১ইং তারিখে অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল-ইসলাম। অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেনঅগ্রণীএসএমইফাইন্যান্সিং কোম্পানীরপরিচালনা পর্ষদেরসদস্য মোঃরফিকুলইসলাম, মোছাঃমাকছুমাআকতারবানু, কোম্পানীরব্যবস্থাপনাপরিচালক ও সিইওমোঃরফিকুলইসলাম,অগ্রণীব্যাংকপ্রতিনিধি মোঃমনোয়ার হোসেনএফসিএএবং কোম্পানীসচিবজনাবমোঃমুজাহিদুলইসলাম জোয়ারদার।