
খােলাবাজার২৪, শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২০২১ঃ আব্দুল আউয়াল বানারীপাড়া প্রতিনিধি: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বানারীপাড়া উপজেলা সলিয়াবাকপুর গ্রামে একটি দেশী প্রজাতীর গাভী এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে।জানা গেছে, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মোঃ শাহীন হাওলাদারের খামারে শুক্রবার সকাল ৭ টায় একটি গাভি থেকে কালো রঙয়ের তিনটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে তিনটিই গাভী বাচ্চা । একসাথে তিনটি বাচ্চা প্রসব করায় এলাকার কৌতূহলী জনসাধারণ ওই গরুর ফার্মে বাচ্চা তিনটি এক নজর দেখার জন্য ভিড় করছেন। অনেকে আবার শখের বশে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন। গাভিটি পরিচর্চার মাধ্যমে ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে এক সঙ্গে তিনটি বাচ্চা প্রসব করে। বর্তমানে বাচ্চা তিনটি ও গাভী সুস্থ রয়েছে। গাভীটি এক সঙ্গে তিন’টি বাচ্চা প্রসব করায় গাভীটির মালিক বেশ খুঁশি। সরেজমিনে গিয়ে দেখা যায় শাহীন হাওলাদার একজন সফল উদ্যোক্তা। শাহীনের ফার্মে বাছুর সহ মোট ২৭ টি গরু রয়েছে।এর মধ্যে গাভী ১১ টি ,৯ টি ষাড় , বাছুর ৭টি । গরুর ফার্ম থেকে প্রত্যেকদিন ৪0 লিটার দুধ আসে। এছাড়াও তার ফার্মে রয়েছে মাছ চাষ, সবজি ও বিভিন্ন কৃষি সামগ্রী।এ সম্পর্কে শাহিন হাওলাদার আজকের পত্রিকা কে জানান আল্লাহতালা আমাকে একটি গাভীর তিনটি গাভী বাচ্চা দিয়েছেন এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই । এছাড়াও আমার ফার্মে অনেকে ভিড় করছেন গাভী তিনটিকে দেখার জন্য । আমি এতে বেজায় খুশি। তিনি আরো জানান, আমার ফার্মে আরো অনেক গরু ছিল এবছরের কোরবানীতে গরু বিক্রি করে অনেক লাভবান হয়েছি।এই বিষয়ে এল এস পি মিজান সরদার জানান, গাভীর ৩টি ডিম্বাণুর সৃষ্টি হওয়ায় তিনটি বাচ্চা জন্ম নিয়েছে ।