Sat. Aug 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শনিবার,২৫ সেপ্টেম্বর,২০২১ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোঃ হারুনুর রশীদ। হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান একেএম শহীদুল হক খন্দকারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের প্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।