Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পিতবার, ৩০সেপ্টেম্বর,২০২১ঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১ (বুধবার) তারিখে নর্দান এডুকেশন গ্রুপের বোর্ডরুমে, নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) এবং বসুন্ধরা গ্রপের মধ্যে এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং (ইওএমএম) এর সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বসুন্ধরা গ্ৰুপ এর ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান -এর পক্ষে – বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর হেড অফ মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। নর্দান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে প্রফেসর আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ, প্রেসিডেন্ট, নর্দান এডুকেশন গ্রুপ; অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপাচার্য এনইউবি; কমডোর এম মনিরুল ইসলাম (অব.), রেজিস্ট্রার এনইউবি; আবদুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম, সহযোগী অধ্যাপক, ডিবিএ এবং ইওএমএম প্রকল্পের সমন্বয়কারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়াও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর করিমুল আরাফাত, ম্যানেজার, ব্র্যান্ড; ইমরানুল কবির,ম্যানেজার, ব্র্যান্ড; এবং  আফসার আলম রাব্বি এ আয়োজনে  উপস্থিত ছিলেন।

এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং (ইওএমএম) হল কোটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের অংশীদারিত্বের আরেকটি  অনন্য মাইলফলক।