
সূত্র জানায়, গত এক মাস আগে বেগম রওশন এরশাদের পাকস্থলী ও শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। একা একা হাঁটতে পারেন না। অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হয়। হাসপাতালে ফিজিশিয়ানরা তাকে ব্যায়াম করান। তবে তার পাকস্থলী ও শরীরে অক্সিজেনের সমস্যা অনেকটাই কেটে গেছে বলে জানা গেছে।