খোলাবাজার২৪,বুশবার,০৬অক্টোবর ২০২১: নাহার আকতার, মোরেলগঞ্জঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শিশু সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
এ উপলক্ষ্যে সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। ‘সভার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ প্রতিপাদ্য বিষয়ের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, নাছিমা বেগম।
সভা শেষে উপস্থিতি নিবন্ধনকৃত মায়েদের হাতে তোয়ালে, মগ ও এক প্যাকেট করে গুড়ো দুধ বিতরণ করা হয়।