খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৭অক্টোবর ২০২১: মো.মাহফুজুর রহমান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ প্রাণী সম্পদ অধিদপ্তরে উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার সিআইজি খামারীদের মাঝে বিনামূল্যে হাস-মুরগি ও গরু ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রকল্পের আওতায় মোট ১৮ জন সিআইজি খামারীদের মধ্যে জন প্রতি ২শ৪০ কেজি গরুর খাবার, ছাগলের ঘর, ও খাবার ১০টি হাঁস, ১০টি মুরগি ও ১১৫ কেজি করে খাবার, বেলচা, বালতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্চিব কুমার বিশ্বাস, ভেটেরিনারী সার্জন সোমা সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।