খোলাবাজার২৪,শুক্রবার,০৮অক্টোবর ২০২১: বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোর গোড়ায় পৌঁছে দিতে ৮ অক্টোবর/২০২১ আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রংপুরের গোল্ডেন টাওয়ারে স্বাস্থ্য বিধি মেনে জনপ্রিয় জুয়েলারী কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুম এর পর্দা উন্মোচন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি, এমপি। রংপুরের শাখা স্থাপনের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ডকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রশাসনের কর্তা ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতারা, গণমাধ্যমের
প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন শোরুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে গহনা প্রস্তুতকারী কোম্পানিটি ১৬ অক্টোবর পর্যন্তদিচ্ছে 25% DISCOUNT, GOLD JEWELLERY Gi MAKING CHARGE Gi Dci 50% DISCOUNT| এছাড়াও উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা শর্ত সাপেক্ষে পাবেন ফ্রী আকর্ষনীয় ডায়মন্ড জুয়েলারী। বাড়তি আকর্ষন হিসেবে রাখা হয়েছে র্যাফেল ড্র এর ব্যবস্থা। প্রতিষ্ঠানটির আপডেট পাওয়া যাবে https://www.diamondworldltd.com/ লিংকে এবং ফেসবুক https://www.facebook.com/DiamondWorldLtd/ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব দিলীপ কুমার বলেন বিভিন্ন সময়ে আমরা রংপুরে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি তাই রংপুরবাসীর আগ্রহ বিবেচনায় এনে এবং তাদের যাতে কষ্ট করে ঢাকা মূখী না হওয়া লাগে সেই বিবেচনায় এই শোরুমটি উদ্বোধন করা হলো। আমরা শতভাগ গুনগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময়ে তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।