খোলাবাজার২৪,শুক্রবার,২২ অক্টোবর ২০২১: বাংলাদেশের জুয়েলারী সেক্টরে প্রথম ISO CERTIFIED জনপ্রিয় জুয়েলারী কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকের স্বপ্ন ছিল অন্তত দেশের প্রতিটি জেলায় থাকবে ডায়মন্ড ওয়ার্ল্ড এর একটি করে শোরুম। মূলত বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোর গোড়ায় পৌঁছে দিতেই তার এই প্রয়াস। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় শোরুম স্থাপনের কাজ চলছে। করোনার কারণে কাজের গতি কিছুটা শ্লথ হয়ে গেলেও চলতি মাসে রংপুর ও চুয়াডাঙ্গার উদ্বোধন করা হলো নতুন দু’টি শোরুম।
২১ অক্টোবর/২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে চুয়াডাঙ্গার বড় বাজারের থানা মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্যবসায়ী নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও আগত শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে নতুন শোরুমটির উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক জনাব দিলীপ কুমার আগরওয়ালা।
নতুন শোরুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে গহনা প্রস্তুতকারী কোম্পানিটি ৩১ অক্টোবর পর্যন্ত দিচ্ছে DIAMOND JEWELLERY এর উপর 25% DISCOUNT, GOLD JEWELLERY Gi
MAKING CHARGE এর গঅকওঘএ ঈঐঅজএঊ এর উপর 50% DISCOUNT। এছাড়াও উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা শর্ত সাপেক্ষে পাবেন ফ্রী আকর্ষনীয় ডায়মন্ড জুয়েলারী। বাড়তি আকর্ষন হিসেবে রাখা হয়েছে র্যাফেল ড্র এর ব্যবস্থা। প্রতিষ্ঠানটির আপডেট পাওয়া যাবে https://www.diamondworldltd.com/ লিংকে এবং ফেসবুক https://www.facebook.com/DiamondWorldLtd/
দিলীপ কুমার বলেন নিজ জেলা চুয়াডাঙ্গায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম দিতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত, চুয়াডাঙ্গার মানুষের র্দীঘদিনে আবদার ও আমার স্বপ্ন আজ পূরণ হলো। এ সময়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।