খোলাবাজার২৪,মঙ্গলবার,০২নভেম্বর,২০২১: দেশের বিদ্যুৎ খাতে প্রথম বারের মত বেসরকারি উদ্যোগে মুন্সিগঞ্জের গজারিয়ায় ২৫ বছর মেয়াদে আইপিপি সিস্টেমে কয়লা ভিত্তিক ৬৩৫ মেগাওয়াট (নেট) বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স¤ক্সন্ন পরিবেশবান্ধব আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করছে ওরিয়ন গ্রুপভুক্ত ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড।
সিন্ডিকেশন ব্যবস্থার আওতায় মোট ৯৬২২.৪৩ কোটি টাকা প্রকল্প ব্যয়ের বিপরীতে স্থানীয় মুদ্রার ফান্ডেড ঋণ ও নন-ফান্ডেড সুবিধার আওতায় এসবিএলসি ইস্যুসহ অন্যান্য ব্যবস্থাপনায় বৈদেশিক ঋণের মাধ্যমে মোট ৭৪৯৭.৯৪ কোটি টাকার ফান্ড রেইজ (Fund Raise) করণে লীড এ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে অগ্রণী ব্যাংক লিমিটেড। এছাড়াও সিন্ডিকেট সদস্য হিসেবে এ প্রকল্পে অর্থায়ন করছে রাষ্ট্রায়াত্ত্ব জনতা ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে ১ নভেম্বর রাষ্ট্রয়াত্ত্ব ০২(দুই) ব্যাংক এবং ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড ও “সিন্ডিকেশন প্রজেক্ট লোন ফ্যাসিলিটি এগ্রিমেন্ট” এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ, ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও অন্যান্য পরিচালকগণ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শাখার মহাব্যবস্থাপক মোঃ সামসুল হক সহ রাষ্ট্রায়াত্ত্ব ০২(দুই) ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড এর সংশ্লিষ্ট প্রকৌশলী ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য প্রকল্পটি আগামী জুলাই, ২০২৩ সালে ৬৩৫ মেগাওয়াট (নেট) বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্ত হবে আশা করা যায়।