খোলাবাজার২৪, বুধবার,০৩নভেম্বর,২০২১: সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংক এ যোগদান করেছেন মো. হাবিবুর রহমান গাজী। উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংক এ কর্মরত ছিলেন । তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন । লক্ষীপুর জেলার সদর থানার বিরাহিমপুরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা মো. হাবিবুর রহমান গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে জনতা ব্যাংক এর বিভিন্ন শাখা, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দাপ্তরিক কাজে অসংখ্য ট্রেনিং ও কর্মশালায় অংশগ্রহণ করেন। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।