Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার,০৪নভেম্বর,২০২১: সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ আনোয়ারুল ইসলাম। উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী ব্যাংক এর ঢাকা সার্কেল-১ কর্মরত ছিলেন । তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন । যশোর জেলার মনিরামপুর থানার কাশিমপুরে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা মোঃ আনোয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রি অর্জন করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে ব্যাংক এর বিভিন্ন শাখা, আঞ্চলিক কার্যালয়, সার্কেল অফিস ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দাপ্তরিক কাজে অসংখ্য ট্রেনিং ও কর্মশালায় অংশগ্রহণ করেন। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।