খোলাবাজার২৪, শনিবার, ২০নভেম্বর ২০২১: জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব আয়োজিত চট্টগ্রামের আবাসন মেলা। তবে ক্রেতাদের মাঝে বিশেষ আগ্রহ ছিলো রূপায়ণের চট্টগামের প্রজেক্ট নিয়ে।
বিকেল থেকেই বিভিন্ন শ্রেণীর লোক জনের ভিড়বাড়তে থাকে মেলায়।বিভিন্ন স্টলে গিয়ে আগ্রহী লোক জন তাদের প্রজেক্ট সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।স্টলে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোক জন তাঁদের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে তথ্য দিয়েএদের সহযোগিতা করছেন।রূপায়ণের স্টলে গিয়ে অনেক দর্শনার্থী এবং ক্রেতাকে চট্টগ্রামের প্রকল্প নিয়ে খোজ খবর নিতে দেখা যাচ্ছে।
এ ব্যাপারে রূপায়ণ হাউজিং এস্টেটলিমিটেডের সকল ব্র্যাঞ্চের প্রধান নাসির উদ্দিন বলেন , বর্তমানে আমরা চট্টগ্রামের দুটি প্রকল্প নিয়ে মেলায় এসেছি। একটি চট্টেশ্বরী রোডে সর্বাধুনিক আবাসিক ও বানিজ্যিক প্রকল্প রূপায়ণ আলিফ মীম টাওয়ার এবং আরেকটি হালিশহরে আবাসিক ও বানিজ্যিক প্রকল্প রূপায়ণ সেঞ্চুরী ল্যান্ডেড।যদিও এই মেলাথেকে আমাদের সারাদেশের প্রকল্পই সহজে ক্রয় করতে পারবে ক্রেতারা। আমরা এখানে কন্ডোমিনিয়াম এবং টাউনশীপ প্রকল্প ও বিক্রয় করছি।তবে চট্টগ্রামে আমরা শীঘ্রই আরো প্রকল্প নেবো। এ ব্যাপারে আমাদের কার্যক্রমচলমান আছে।
গত বৃহস্পতিবার দুপুরে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম আবাসন মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ বছর মেলায় ৭১টি স্টল স্থান পেয়েছে। রোববারপর্যন্ত এ মেলাচলবে।