Fri. Aug 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার,৩০নভেম্বর ২০২১ঃ  সম্প্রতি মাসকাট, ওমান এ যমুনা ব্যাংক লিমিটেড ও লাক্ষু’স এক্রচেঞ্জ এর মধ্যে প্রবাসী আয় বিতরণের লক্ষ্যে ডকুমেন্ট এক্রচেঞ্জ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদ এবং লাক্ষু’স এক্রচেঞ্জ এর পরিচালক জনাব রাজেন্দ্র এম. ভেদ (রাজু) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডকুমেন্ট এক্রচেঞ্জ সম্পাদন করেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত পরিচালক আলহাজ¦ নূর মোহাম্মদ, যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম ভরসা ও জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং যমুনা ব্যাংক লিঃ এর এনআরবি ব্যাংকিং এন্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুস সোবহান, লাক্ষু’স এক্রচেঞ্জ এর জেনারেল ম্যানেজার জনাব আফ্ফাক আইয়ুব চোগালে সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এর ফলে শীঘ্রই লাক্ষু’স এক্রচেঞ্জ এর মাধ্যমে পাঠানো অর্থ/রেমিট্যান্সের অর্থ যমুনা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রকৃত সুবিধাভোগীদের নিকট দ্রুত বিতরণ করা সম্ভব হবে। সম্প্রতি মাসকাট, ওমান এ যমুনা ব্যাংক লিমিটেড ও লাক্ষু’স এক্রচেঞ্জ এর মধ্যে প্রবাসী আয় বিতরণের লক্ষ্যে ডকুমেন্ট এক্রচেঞ্জ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদ এবং লাক্ষু’স এক্রচেঞ্জ এর পরিচালক জনাব রাজেন্দ্র এম. ভেদ (রাজু) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডকুমেন্ট এক্রচেঞ্জ সম্পাদন করেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত পরিচালক আলহাজ¦ নূর মোহাম্মদ, যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম ভরসা ও জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং যমুনা ব্যাংক লিঃ এর এনআরবি ব্যাংকিং এন্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুস সোবহান, লাক্ষু’স এক্রচেঞ্জ এর জেনারেল ম্যানেজার জনাব আফ্ফাক আইয়ুব চোগালে সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। এর ফলে শীঘ্রই লাক্ষু’স এক্রচেঞ্জ এর মাধ্যমে পাঠানো অর্থ/রেমিট্যান্সের অর্থ যমুনা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রকৃত সুবিধাভোগীদের নিকট দ্রুত বিতরণ করা সম্ভব হবে।