Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শুক্রবার, ০৩ডিসেম্বর,২০২১ঃ নাহার আকতার, মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ ৪২ বছর আগে নির্মিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ষ্টেডিয়াম ভবনটি এখন বয়সের ভারে ন্যূব্জ। এখন শুধু যে কোন সময় ভেঙ্গে পড়ার অপেক্ষা। জরাজীর্ণ ভবনটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে।
সুস্থ ও সমৃদ্ধশীল জাতি গঠনের লক্ষ্যে ১৯৮০ সালে ১৪ জানুয়ারী এ ভবনের উদ্ধোধন করা হয়। তৎকালীন খুলনা জেলা প্রশাসক এম নূরুল ইসলাম মোরেলগঞ্জ সদরের এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ ভবনটির উদ্ধোধন করেন। এ ভবন নির্মানের পাশাপাশি দর্শকদের বসার জন্য মাঠের চারদিকে ইট সিমেন্টর বেঞ্চ তৈরী করা হয়েছিল।
আন্তঃ জেলা ও উপজেলা বিভিন্ন খেলাধুলার সময় খেলোয়াড়রা এ ভবনটি ব্যবহার করত । এছাড়াও আন্তঃ স্কুল-মাদ্রাসার নানা অনুষ্ঠান ও খেলাধুলায় এ মাঠ ও ষ্টেডিয়াম ব্যবহ্নত হত। কিছুদিন ব্যায়ামাগার হিসেবেও ভবনটি ব্যবহার করা হয়েছে। কিন্তুু কালের বিবর্তে ষ্টেডিয়াম ভবনটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তাও প্রায় ২ যুগের বেশি সময় ধরে এ ভবনটি ব্যবহ্নত হচ্ছেনা। ভবনের দরজা-জানালা , গ্রীল সব যাবতীয় মালামাল ক্রমান্বয়ে বেহাত হয়ে গেছে। কোন পলেস্তরা নাই। ভবনের আশ-পাশ অনেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। ষ্টেডিয়ামের চারপাশের সেই বেঞ্চগুলোও নেই।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম জানান, শরীরিক ও মাসসিক বিকাশে খেলাধূলার বিকল্প নেই। তাই এ ষ্টেডিয়াম ভনটি পুনঃমেরামত একান্ত প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করা হবে।