Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, মঙ্গলবার, ০৭ডিসেম্বর,২০২১ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সয়াবিন ও মরিচ চাষীদের মাঝে ৪% মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৫০ জন চাষীকে এই বিনিয়োগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হক। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, সোশ্যাল ইসলামী ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো: মনিরুজ্জামান। সোশ্যাল ইসলামী ব্যাংকের মাইজদি শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুস শহিদ স্বাগত বক্তব্য রাখেন।