খোলাবাজার২৪, সোমবার, ১২ডিসেম্বর,২০২১ঃ ১০ থেকে ১৫ ডিসেম্বর, ভ্যাট সপ্তাহ, ২০২১ উদযাপনের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এর বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরের যোগ্য করদাতাগনকে গত ১২ ডিসেম্বর, ২০২১, রবিবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক যোগ্য ভ্যাট প্রদানকারী হিসেবে পুর¯ৃ‹ত হয়। অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর পক্ষে চিফ ফ্যাইন্যান্সিয়াল অফিসার এই সম্মাননা পুরস্কার গ্রহন করেন।