Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪,সোমবার, ২০ডিসেম্বর,২০২১ঃ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং ই-কমার্স সেবা ও প্রযুক্তি প্রতিষ্ঠান, এস এসএল কমার্জ এর মধ্যে এক যৌথ চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির অধীনে এস এস এল কমার্জ এর প্রযুক্তি সহায়তায় ব্যাংকের ডিজিটাল ওয়ালেট বাংলাপে এর গ্রাহকদের জন্য বিভিন্ন পন্যের দোকান ও সেবা প্রতিষ্ঠানে কিউ আর কোড এর মাধ্যমে কেনাকাটা/লেনদেন সুবিধা প্রদানের এক বিশেষ সেবা উদ্বোধন করা হয়। এ সেবার আওতায় এসবিএসি ব্যাংকের বাংলাপে ওয়ালেট ব্যবহার কারীরা সারাদেশের প্রায় ৫০ হাজার দোকান, রেস্টুরেন্ট, স্বাস্থ্য সেবা, বিনোদন ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে বাংলাপে অ্যাপ এর মাধ্যমে বাংলা কিউ আর কোড স্ক্যান করে সহজেই কেনাকাটা ও সেবা গ্রহণ করতে পারবেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলতাফ হোসেন ভূইয়া, লিগ্যাল অ্যাফেয়ার্স এ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান জনাব মোঃ আবদুল্লাহ এবং এস এস এল কমার্জ এর গ্রুপ এডভাইজার জনাব আহমেদ কামাল খান চৌধুরী, চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব রিয়াজুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত
ছিলেন।