Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,বুধবার, ২২ডিসেম্বর,২০২১ঃ যুগোপযুগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় এবং সম্পুর্ন ফ্রী অনলাইন সুবিধা নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের ১৫৩তম শাখা হিসেবে মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালদী শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সাবেক এমপি এবং যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ভরসা, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমরিুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নিকটস্থ শাখা সমুহের শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। প্রধান অতিথির বক্তব্যে জনাব নূর মোহাম্মদ বলেন আগামী এক মাসের মধ্যে যমুনা ব্যাংক সর্বোচ্চ গ্রাহক সুবিধা দিয়ে অত্র এলাকার গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে এবং ব্যাংকের প্রতিটি শাখায় ইসলামিক উইং আছে যে কেউ ইচ্ছা করলে ইসলামি শরীয়া ভিত্তিতে লেনদেন করতে পারবে।