Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,০৫জানুয়ারি,২০২২ঃ এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদন্নোতি পেয়েছেন মোহাঃ জসিম উদ্দিন ভূঞা। এই পদোন্নতির পূর্বে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে সম্মানসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৮৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে দি সিটি ব্যাংক লিঃ – এ তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০০০ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি চট্রগ্রাম ও ঢাকার বিভিন্ন শাখায় বিভিন্ন্ পর্যায়ে এবং শাখা ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং এর বিভিন্ন শাখা, জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা, কর্পোরেট ফিনান্স, ইসলামী ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, শাখা ব্যাংকিং, সম্পর্কমূলক ব্যাংকিং ইত্যাদি বিষয়ে মোহাঃ জসিম উদ্দিন ভূঞা – এর রয়েছে গভীর জ্ঞান ও দক্ষতা। সেরা ব্যাংকার হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক স্বর্ণপদক লাভ করেছেন।

মোহাঃ জসিম উদ্দিন ভূঞা তাঁর ব্যাংকিং কর্মজীবনে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।