খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৬জানুয়ারি,২০২২ঃ ভিসা জটিলতায় এখন আসতে পারেননি পার্নো মিত্র। তাকে ছাড়াই এদিকে শুরু হয়েছে ‘বিলডাকিনী’র শুটিং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গ্রাম পতিসরে এর ক্যামেরা চালু হয়েছে।
তার ঢাকায় আসতে না পারার বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক ফজলুল কবীর তুহিন বলেন, ‘আমার ‘বিলডাকিনী’ সিনেমাটি কাজ শুরু হয়েছে। ৩ জানুয়ারি থেকেই আমরা শুটিং করছি। অভিনেত্রী পার্নো মিত্র বাংলাদেশে আসার কথা থাকলেও ভিসা জটিলতা দেখা দিয়েছে। কারণ ভারতে করোনা আবার বেড়েছে।
কিন্তু আজ সন্ধ্যায় মধ্যে সব জানা যাবে তিনি আসতে পারবেন কি পারবেন না।
‘বিলডাকিনী’ সিনেমায় পার্নো মিত্রের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।
এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।