Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,১২জানুয়ারি,২০২২ঃ ১২ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১১:০০টায় ব্যাংক-এর প্রধান কার্যালয় ভবনের বোর্ড রুমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৪৩তম সভায় সভাপতিত্ব করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এবং মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ সরাসরি এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা রংপুর থেকে ভার্চুয়ালি উক্ত সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ। সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় পরিচালনা পর্ষদ এ নতুন যোগদানকৃত পরিচালক রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি-কে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান। শীর্ষ-২০ অবলোপনকৃত ঋণ হিসাবের বিপরীতে আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ, রাকাব ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের অর্থ বরাদ্দ, আমানতের সুদহার পুনঃনির্ধারণসহ ব্যাংকের বিবিধ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।