Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,১৯জানুয়ারি,২০২২ঃআগ্রহী উদ্যোক্তাদের জন্য এক সপ্তাহব্যাপী “ব্র্যান্ডিং এবং প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এর আওতাধীন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।

প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে স্ব-শরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।

স্ব-শরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০/- (এক হাজার) টাকা এবং অনলাইনে অংশ গ্রহণকারীদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র। আগ্রহী উদ্যোক্তাদেরকে আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে।

বিকাশ ও নগদ নম্বর: ০১৮১৮-৯৩১৬০৪ এবং রকেট নম্বর: ০১৮১৮-৯৩১৬০৪১ এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে নাসরিন সুলতানা, সহযোগী অনুষদ সদস্য, বিপণন ব্যবস্থাপনা অনুষদ, স্কিটি বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাঃ ০১৮২৫-৩৩৮৬২০, ০১৫৫৮-০০৪৬৫৮, ০১৮১৮-৯৩১৬০৪ বরাবর যোগাযোগ করা যেতে পারে।

আরও বিস্তারিত জানতে প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন: ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস) বরাবর যোগাযোগ করা যেতে পারে।