Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,১৯জানুয়ারি,২০২২ঃ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ শাখার উদ্যোগে তথ্য অধিকার ‍বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ জানুয়ারি ২০২২) বিসিক ভবনের দ্বিতীয় তলার প্রশিক্ষণ কক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।

উক্ত প্রশিক্ষণ কোর্সে বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং জেলা কার্যালয় হতে মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ।

বিসিক সচিব মোঃ মফিদুল ইসলাম, বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিনসহ বিসিক প্রশিক্ষণ শাখার কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

অন্যরকম