Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার,২০জানুয়ারি,২০২২ঃ অগ্রণী বাংক লিমিটেড এর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’কে উপহারকৃত গাড়ী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ২০ জানুয়ারী ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ীর চাবি গ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। চাবি তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেড এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমদ,অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম,মহাব্যবস্থাপক(ক্রেডিট) ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, ফজলে খোদা, আশেক এলাহী । এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক অনিতা দে, সহকারী মহাব্যবস্থাপক শহীদ উল্যা, তারেক হোসেন সহ প্রমুখ।
প্রধান অতিথি ভিসি ড. মো. ইমদাদুল হক অগ্রণী ব্যাংক এর এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম অবিরত অগ্রযাত্রায় অগ্রণী ব্যাংক মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাচ্ছে বলে তার মত প্রকাশ করে বলেন-‘ মহতী উদ্যেগেও অগ্রণী ব্যাংক এগিয়ে আছে’। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ছাত্র এবং কর্মকর্তা সহ সকলকে অগ্রণী ব্যাংক এর সেবা গ্রহণের আহবান জানান।

 

অন্যরকম