খোলাবাজার২৪, সোমবার,২৪জানুয়ারি,২০২২ঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এ মোবাইল এপস, ইন্টারনেট ব্যাংকিং ও এটিএম কার্ড সেবা সংযোজনের লক্ষ্যে কোর ব্যাংকিং সফটওয়ার আপগ্রেডেশন এর জন্য ইরা ইনফোটেক লিমিটেড এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বিডিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কাজী আলমগীর ও ইরা ইনফোটেক লিমিটেড এর সিইও মোঃ সিরাজুল ইসলাম ২৪ জানুয়ারী, ২০২২ সোমবার ব্যাংকের বোর্ডরুমে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।