খোলাবাজার২৪,শুক্রবার,২৮জানুয়ারি,২০২২ঃ গত বুধবার গাজীপুরের একটি রিসোর্টে রূপায়ণ সিটি উত্তরার অ্যানুয়াল সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর অনুষ্ঠানের মধ্যমনি রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সকলকে অবাক করে দিয়ে ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল মঞ্চ ছেড়ে অতিথিদের নিয়ে দর্শক সারিতে চলে যায় এবং হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমনকে পুরো অনুষ্ঠানের নিয়ন্ত্রণ দিয়ে দেয় আর মঞ্চে বসিয়ে দেয় প্রতিষ্ঠানের ২০২২ সালে যারা রেভিনিউ নিয়ে আসবে তাদেরকে।
জি এম (সেলস) এ,জেড,এম তানভীর আহাদ, ডিজিএম (সেলস) ইকতাদুল ইসলাম আকন্দ, ডিজিএম (সেলস) শেখ মোহাম্মদ আমিন ইউসুফ, ডিজিএম (সেলস) মোঃ আশেকুর রহমান, সিনিয়র এজিএম (সেলস) মোহাম্মদ শওকত আলী, এজিএম (সেলস) কাজী আমজাদ হোসেন, এজিএম (সেলস) রাজ্জাক আহমেদ এবং জি এম (মার্কেটং) সৈয়দ গোলাম দাস্তেগীরকে মঞ্চে বসিয়ে দেয়া হয়।
২০২২ সালের সেলস টার্গেট অর্জন করার জন্য মার্কেটিং কর্মকৌশল ও সাপোর্ট নিয়ে বিশদ আলোচনা করেন সৈয়দ গোলাম দাস্তেগীর। সেলস টার্গেট কীভাবে অর্জন করা যাবে এ ব্যাপারে বিশদ পরিকল্পনা তুলে ধরেন সেলস ডিপার্ট্মেন্টের বিভিন্ন টিম লীডার ও ক্লাস্টার প্রধানরা। এরপর ২০২১ সালে বিক্রয় ও বিপনণে অবদান রাখার জন্য কর্মকর্তাদের দেয়া হয় অ্যাওয়ার্ড ও প্রমোশন। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য এসে শুভেচ্ছা বিনিময় করে কর্মকর্তাদের উৎসাহ প্রদান করে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম। রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমান টীমের স্পিড বৃদ্ধি করার জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন। মোটিভেশনাল বক্তব্য দেন উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ। এরপর রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ব্যতিক্রমী অংশগ্রহন মূলক বক্তব্য দিয়ে সকলের মন জয় করেন।