খোলাবাজার২৪,রবিবার,০৬ফেব্রুয়ারি,২০২২ঃ দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০১তম দিনে শেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জন। আগের দিন স্বাস্থ্য অধিদপ্তর ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।
গতকাল শনিবার ৮ হাজার ৩৫৯ জনের কোভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকালের তুলনায় আজ কমেছে কোভিড শনাক্তের সংখ্যা। গতকাল শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।
এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৮ হাজার ৮২১টি পরীক্ষায় ৮ হাজার ৩৪৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৫ লাখ ৫ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ২১ হাজার ৩৪২টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫৯ জনসহ মোট ১৬ লাখ ০২ হাজার ৫৫০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ২২, বেসরকারি ৭) জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৫৮৯ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫৪ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৪ হাজার ২৫২ জন, যার শতকরা হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন ৩ হাজার ৫২৩ জন, যার শতকরা হার ১২ দশমিক ৩২ শতাংশ। বাসায় ৭৭৯ জন মারা গিয়েছেন, যার শতকরা হার ২ দশমিক ৭৩ শতাংশ। ছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৫ জন, যার শতকরা হার শূন্য দশমিক ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৮ হাজার ২৫০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৮৪ শতাংশ এবং ১০ হাজার ৩৩৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ১৬ শতাংশ।
বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেটে বিভাগে ১ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন।
ওয়ার্ল্ডোমিটার’র সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩৯ কোটি ৪৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৫৭ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে । তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩১ কোটি ৩৩ লাখের বেশি।