খোলাবাজার২৪,শুক্রবার,১১ফেব্রুয়ারি,২০২২ঃ বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি মানেই একটা আলাদা উন্মাদনা, বিশেষ করে প্রেমিক যুগলদের জন্য। আমাদের দেশে ভ্যালেন্টাইন একটা ভিন্ন মাত্রা পায় ঋতুরাজ বসন্তের আগমনের জন্য। আর এই বিশেষ আয়োজনকে রাঙ্গিয়ে তুলতে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে থাকছে এক্সক্লুসিভ ডিজাইনের ভ্যালেন্টাইন কালেকশন এবং ডায়মন্ডের সকল প্রোডাক্টের উপর ২৫% ডিসকাউন্ট, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার এবং ইএমআই সুবিধা সবচেয়ে বড় আকর্ষণ মাত্র ৯ হাজার টাকায় ভ্যালেন্টাইন স্পেশাল ডায়মন্ডের লকেট উইথ চেইন।
আর যারা ভার্চুয়াল কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য রয়েছে একটু বেশিই সুবিধা। সকল অনলাইন কেনাকাটায় থাকছে ২৭% ছাড়, নিশ্চিত স্পেশাল ভ্যালেন্টাইন গিফট ও গিফট ভাউচার, ফ্রি হোম ডেলিভারির সুবিধা ও সঙ্গী সহ পচঁ তারকা হোটেলে ডিনারের সুযোগ।
বিস্তারিত জানতে কল করতে হবে (+৮৮) ০১৭১৩১৯৯২৭০ নম্বরে অথবা ভিজিট করতে হবে https://www.diamondworldltd.com/valentine-sale লিংকে। ডায়মন্ড ওয়ার্ল্ড এর এই অফারটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।