খোলাবাজার২৪,বুধবার,১৬ ফেব্রুয়ারি,২০২২ঃ উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় গতকাল সন্ধ্যায় ভারতের পশ্চিম বাংলার কোলকাতায় মৃত্যুবরণ করেন।
কীর্তিমান এ শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন।
নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন উপমহাদেশের সঙ্গীত অঙ্গনের উজ্জল নক্ষত্র। তার মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত অঙ্গনে যে শুন্যতার সৃষ্টি হলো-তা পূরণ হবার নয়। সুমধুর গানের মাধ্যমেই তিনি সঙ্গীতপ্রেমী মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃদ্বয় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও পৃথক শোক বার্তায় ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন।
নেতৃদ্বয় বলেন, বাপ্পি লাহিড়ী’ ছিলেন সঙ্গীত জগতে বহুমুখী প্রতিভার অধিকারী। তার মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত অঙ্গন এক উজ্জল জ্যোতিস্ক হারালো। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল থাকবেন বাপ্পি লাহিড়ী।
নেতৃদ্বয় বাপ্পি লাহিড়ী’র আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।