Sat. Apr 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, রবিবার,২৭ফেব্রুয়ারি, ২০২২ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর চট্টগ্রাম অঞ্চলের ৩৩টি শাখা এবং ২৭টি উপশাখার কর্মকর্তাদের উপস্থিতিতে টাউন হল সভা ২৬ ফেব্রুয়ারি আগ্রাবাদের ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো: ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মুহাম্মদ ফোরকানুল্লাহ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও আইআরএমডি’র প্রধান মোঃ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সভায় চট্টগ্রাম অঞ্চলে সার্বিক ব্যবসা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং ২০২২ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।