Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ০৭ মার্চ, ২০২২ঃ খেলাফত খসরু,পিরোজপুর প্রতিনিধি॥ স্বরূপকাঠির ভরতকাঠি খালের ওপরে নির্মিত গার্ডার ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মান না করায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ব্রিজের দুইপাড়ে স্থানীয়দের তৈরী সুপারী গাছের সিড়ি বেয়ে অন্তত ১৫ ফুট উঁচুতে উঠে মানুষের যাতায়াত করতে হচ্ছে। অনেক বৃদ্ধ ও শিশুরা উঁচু সিড়িতে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দারা। প্রায় তিন মাস আগে ব্রিজ নির্মান করা হলেও দুই পাড়ে মাটি ভরাট অথবা অ্যাপ্রোচ সড়ক নির্মানের উদ্যোগ নিচ্ছেননা ঠিকাদার। ব্রিজ নির্মান কালীন পাশের বিকল্প কাঠের পুলটিও ভেঙে যাওয়ায় ছোট খাট যানবাহন চলাচল বন্ধ রয়েছে কয়েক মাস যাবত।
জানাগেছে,এলজিইডির তত্ত্বাবধানে চাঁদকাঠি জিসি – ভরতকাঠি সড়কের ভরতকাঠি খালের ওপর ৩০ মিটার দৈর্ঘ্যরে একটি গার্ডার ব্রিজ এর নির্মান কাজ শুরু হয় ২০১৯ সনের ডিসেম্বর মাসে। মেসার্স ইফতি – ইটিসি (প্রাঃ) লিঃ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে ওই ব্রিজনি র্মানের কার্যাদেশ পায়। পরে কাউখালীর পলাশ মেম্বর নামে জনৈক সাব কন্ট্রাক্টর ওই ব্রিজ নির্মান কাজ বাস্তবায়ন করছে। নির্মান কাজ সমাপ্ত করার শেষ সময়ছিলো (একাধিক বার সময় বাড়ানোর পরে) ৩০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। ওই সাব কন্ট্রাক্টর পলাশ মেম্বর ব্রিজ নির্মানের শুরু থেকেই বিকল্প পুল নির্মানে দীর্ঘ সুত্রিতাসহ নানাভাবে জনদুর্ভোগ সৃস্টি করে চলছেন। গত নভেম্বর মাসে ব্রিজের ছাদ ও রেলিং নির্মান শেষ হলে ব্রিজের গোড়ায় মাটি ভরাট না করেই ঠিকাদার পলাশ লাপাত্তা হয়ে যায়। এরিই মধ্যে বিকল্প কাঠের পুলটিও ভেঙে খালে পড়ে গেলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। পরে স্থানীয়রা সুপারী গাছের সাথে তক্তা পিটিয়ে সিড়ি তৈরী করে মানুষ চলাচলের ব্যবস্থা চালু রাখেন। জনপ্রতিনিধিসহ স্থানীয়রা এলজিইডি অফিসে ভোগান্তির অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেনা। সাব কন্ট্রাক্টর পলাশের কাছে বলা হলে তিনি আজকালের মধ্যে করে দিবেন বলে ব্যর্থ আশ্বাস দিয়ে যাচ্ছেন। অ্যাপোচের কাজ ফেলে রাখার বিষয় সাব কন্ট্রাক্টর পলাশের সাথে একাদিকবার কথা বললে তিনি বার বার বলছেন দু -এক দিনের মধ্যে কাজ শুরু করবেন।
এ বিষয় ব্রজনির্মান কাজের তদারকীর দায়িত্বে থাকা স্বরূপকাঠি এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন,বার বার তাগাদা দেয়ার পরেও ঠিকাদার পলাশ কাজের ধারেই আসছেন না। আজকালের মধ্যে অ্যাপ্রোচের কাজ শুরু করবেন বলে বারবার ওয়াদা দিয়ে ওই প্রকৌশলীর কাছেও ওয়াদা ভঙ্গ করে যাচ্ছেন।
খেলাফত হোসেন খসরু,

অন্যরকম