Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, সোমবার, ০৭ মার্চ, ২০২২ঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী ইউনেসকো স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ প্রচারকরল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।এই দিনটির সম্মানে ৭ মার্চ ২০২২ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংক-এর উদ্যোগে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী দুটি ক্যারাভ্যানের মাধ্যমে মাইকে ৭ মার্চ ১৯৭১- এর ভাষণ প্রচার করা হয়। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যারাভ্যান দুটি দুইনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে উক্ত কার্যক্রম পরিচালনাকরে। ভাষণ প্রচারের পাশাপাশি ক্যারাভ্যান থেকে শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়। রাজধানীর গুলশান- ২ অঞ্চলে ব্যাংকটির গুলশান শাখার সামনে কার্যক্রম চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অন্যরকম