খোলাবাজার২৪, বুধবার, ০৯মার্চ, ২০২২ঃ বিশ্ব নারী দিবস ২০২২ পালনের অংশ হিসেবে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে একটি বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি, বিশ্বব্যাংক গ্রুপের অংশ) বাংলাদেশ, ভুটান ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজহাত আনোয়ার।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্টের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মোট ৩৪০ জন মহিলা কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ তার বক্তৃতায় দেশে ও বিদেশে এবং কর্মক্ষেত্রে মহিলাদের কাজের স্বীকৃতি ও সম্মান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি নুজহাত আনোয়ার তার নিজের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন এবং এসবিএল-এর মহিলা কর্মকর্তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেন এবং তার বক্তৃতায় তাদের আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে তাদের জীবন এবং কর্মজীবনের সিদ্ধান্ত নিতে বলেন।
অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত অধিবেশন হয়ে ওঠে কারণ এতে ব্যাংকের আটজন মহিলা কর্মকর্তা যেমন আলকনা কে. চৌধুরী, এসইভিপি এবং মানবসম্পদ বিভাগের প্রধান, হায়দার নুরুন নাহার, এসইভিপি ও এসবিএল খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাহিনা মমতাজ, সিডিএ এভিনিউ শাখার এভিপি ও এমওপি, আইরিন সুলতানা, শিবচর শাখার এফএভিপি ও ব্যবস্থাপক, মোহাম্মদপুর শাখার এসইও ও এমওপি আফসানা ইসলাম, নাহিদ সুলতানা জুঁই, ইও, খান জাহান আলী শাখা, উম্মে সালমা, এসও, ফেনী শাখা এবং শারমিন বেগম, দশম ব্যাচের এমটিও।
মহিলা কর্মকর্তারা নারী পুরুষ বৈষম্যমুক্ত কাজের পরিবেশ প্রদানের জন্য এসবিএল -এর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এসবিএল পরিবারকে ক্রমাগত মহিলাদের সম্মান করার এবং তাদের পেশাগত জীবনে উন্নীত করতে সহায়তা করার প্রচেষ্টার প্রশংসা করে।