Sun. Aug 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,মঙ্গলবার, ১৫ই মার্চ, ২০২২ঃ বেসরকারি খাতে পাঁচতারকা মানের হোটেল সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ সংক্রান্ত একটি চুক্তি ১৫ মার্চ, মঙ্গলবার শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোহাঃ নূর আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন। ইউনিক হোটেল এন্ড রিসোর্টের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন এবং শেরাটন ঢাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, বদিউর রহমান, মাহবুবুল আলম, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ খাঁন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন পিপিএম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিঃ এর পরিচালক মন্ডলীর পক্ষে ডাইরেক্টর গাজী মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ গোলাম সারওয়ার এফসিএ, সিইও ট্রাস্ট সৈয়দ সানোয়ারুল হক, ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোঃ শরীফ হাসান এফসিএস, ডিরেক্টর কর্পোরেট ফাইন্যান্স রিয়াদ হোসেন এবং ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাউসার উপস্থিত ছিলেন।

অন্যরকম