Mon. Aug 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার২৪,বৃহস্পতিবার, ১৭ই মার্চ, ২০২২ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন  করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেয় বিসিক।
সূর্যোদয়ের সাথে সাথে বিসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির পিতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন শুরু হয়। সকাল ৯ টায় বিসিক ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১)। এসময় বিসিক পরিচালনা পর্ষদের সদস্যগণ, বিসিক সচিব, ও বিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এরপর বিসিক আঞ্চলিক কার্যালয় (ঢাকা), বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিক জেলা কার্যালয় (ঢাকা), বিসিক কর্মকর্তা সমিতি নির্বাচন-২০২২ এর শফিক-নাসরিন-হাফিজ পরিষদ, অখিল-রব্বানী পরিষদ, বিসিক  শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিসিক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১)। সভাপতিত্ব করেন পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ।
আলোচনা সভা শেষে পচাত্তরের ১৫ আগস্ট কালোরাতে ঘাতকের নির্মম বুলেটে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ,  জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ ও বাংলার স্বাধিকার আন্দোলনে শাহাদতবরণকারী বীর শহীদদের  রুহের মাগফেরাত/শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
উক্ত কর্মসূচিগুলোতে মোহাম্মদ জাকির হোসেন, , পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ); নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা);  কাজী মাহবুবুর রশিদ, পরিচালক ( দক্ষতা ও প্রযুক্তি); মোঃ আব্দুল মতিন, পরিচালক (বিপণন,নকশা ও কারুশিল্প);  মোঃ মফিদুল ইসলাম,সচিব, বিসিক;  প্রকৌশলী মোঃ শফিকুল আলম, মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি);  অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন), বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিমসহ বিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

অন্যরকম