খোলাবাজার২৪, সোমবার, ২১ই মার্চ, ২০২২ঃ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবসা পরিচালনায় “Business Operation in Ababil Software” শীর্ষক ০৫ (পাঁচ) কর্মদিবস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয় গত ২০ মার্চ,২০২২। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম। তিনি রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবসা পরিচালনার সক্ষমতা অর্জনের পাশাপাশি গ্রাহকদের অবগত ও উদ্ধুদ্ধকরণের মাধ্যমে ব্যাংকিং ব্যবসা সম্প্রসারনে ব্যাপক ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক ও পরিচালক জনাব সুপ্রভা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের চিফ রিস্ক অফিসার জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম, এফসিএ।