খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ৩১মার্চ, ২০২২ঃ জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১.০৩.২০২২) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৫ম তলায় সিবিএ’র নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ওম্যানেজিংডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহআলমাসুদ। এ সময়ব্যাংকেরডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো.শওকতআলীখান, খানইকবাল হোসেন ও জিএমপারসুমাআলমউপস্থিত ছিলেন। এছাড়াওজাতীয়শ্রমিকলীগের অর্থ সম্পাদক ওরূপালীব্যাংকসিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিন ও কার্যকরিসভাপতি মো. রিপনমৃধাসহসিবিএ’রবর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।