খোলাবাজার২৪, রবিবার, ০৩এপ্রিল, ২০২২ঃ রাষ্ট্রায়ত্ব ব্যাংক সমূহের মধ্যে সর্বাধিক বৈদেশিক রেমিট্যান্স আহরণকারী ব্যাংক-অগ্রণী ব্যাংক লিমিটেড এক্সচেঞ্জ হাউজ এর স্থানীয় প্রতিনিধিদের সাথে আজ ১ রমজান, ০৩ এপ্রিল ২০২২ ব্যাংকের বোর্ড রুমে এক মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহম্মদ শামস্-উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড। উক্ত অনুষ্ঠানে মো: হাবিবুর রহমান গাজী, উপব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের নির্বাহী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এক্সচেঞ্জ হাউজ এর প্রতিনিধিদের মধ্যে মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, ট্রান্সফার্স্ট, প্রভু মানিট্রান্সফার, ইনস্ট্যান্ট ক্যাশ, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী ইটালী, এনইসি মানিট্রান্সফার, জিমানিট্রান্স, গ্লোবালমানি এক্সপ্রেসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এক্সচেঞ্জ হাউজ এর প্রতিনিধিগন অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ক্ষেত্রে তাদেও মতামত ব্যক্ত করেন। শামস্-উল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এক্সচেঞ্জ হাউজ এর স্থানীয় প্রতিনিধিদেও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অগ্রণী চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিও জন্য স্থানীয় প্রতিনিধিদেও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে ইফতার পার্টিও আয়োজন করা হয়।