Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শুক্রবার, ৮ই এপ্রিল, ২০২২ঃ নির্বাচনের আগে মাঠশূন্য করতে আবারও ভয়ভীতি দেখাচ্ছে সরকার। এবারও এককভাবে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকদল ও গণতন্ত্র নিরাপদ নয়। সরকার আবারও পুলিশ বাহিনী, বিচার বিভাগ দিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্মূলের চেষ্টা করছে।

মির্জা ফখরুলের দাবি, বিরোধীদলকে নির্মূল করতে মানবতাবিরোধী অপরাধ করছে সরকার। দেশের গণতন্ত্র নিয়ে গণমাধ্যমগুলোকে সরব ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর ভর করে সরকার টিকে আছে বলে কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নতুন নির্বাচন কমিশনকে দেখিয়ে আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা বারবার বলে বেড়াচ্ছে নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। নতুন নির্বাচন কমিশন তো বিভিন্ন মানুষকে ডেকে নানা কাজের মধ্যে দিয়ে সবাইকে বিমোহিত করার চেষ্টা করছে। এবারেও যে আগের মতো নির্বাচন হবেনা সেটার নিশ্চয়তা কে দিতে পারবে!