Fri. Jul 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে দিতে হবে। কোন ইভিএম পদ্ধতি নয় জণগনকে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে দিতে হবে। বিএনপির নেতার্কীদের উপরে হামলা ও মিত্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম কমাতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন,  অবিলম্বে  বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকারের উচিত পদত্যাগ করা। তিনি আরো বলেন, যেনতেন নির্বাচন আর মেনে নেয়া হবে না। আগামী নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য এ্যাড. আবুল কালাম আকন, জেলা বিএনপির সাবেকসহ সভাপতি আব্দুস সালাম বাতেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, জেলা মহিলাদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।