Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ১৬মে, ২০২২ঃ খেলাফত হোসেন খসরু,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর সদর থানা পুলিশ সিতারা হালিম নামে এক বৃদ্ধার লাশ শহরের সিআই পাড়ার (রায় পুকুরের দক্ষিনপাড়স্থ) তার বাসভবন থেকে উদ্ধার করেছে। নিহত সিতারা হালিম(৬৫) আফতাব উদ্দিন মহা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মরহুম প্রফেসর আঃ হালিমের স্ত্রী এবং ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মাতা।
জানাযায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মায়ের সাথে মোবাইল যোগে শেষ বারের মতো কথা হয় মেয়ে সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সালমা আরজুর সাথে। ধারনা করা হচ্ছে এর পর কোন এক সময় সিতারাকে কে বা কারা মেরে ফেলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড় খলিশা খালীর বাসিন্দা মৃত এন্তাজ উদ্দিনের পুত্র রং মিস্ত্রী আঃ কুদ্দুস এই বাসায় আসেন কাজের জন্য। কিন্তু তিনি কোন সাড়া শব্দ না পেয়ে ঐ বাসার নিচতলার ভাড়াটিয়া ফারুক হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে জানান। এ সময় সকাল ৯টার দিকে বাসার পিছনের দিক থেকে ছাদে উঠে দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে একটি কক্ষে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রং মিস্ত্রী আঃ কুদ্দুস কে আটক করেছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। উল্লেখ্য নিহতের ছোট মেয়ে রেহানা মুন্নি ঢাকা বাংলা কলেজের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত।
এ দিকে নিহতের মেয়ে সালমা আরজু জানান, তিনি এ মৃতুকে স্বাভাবিক বলতে পারছেন না এবং এখনই কিছু মন্তব্য করতে আপারক।
অপরদিকে নিহতের জামাতা সরকারী সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ মজিবর রহমান বাবুল বলেন,এটি অস্বভাবিক মৃত্যু,তিনি খাকনে এক রুমে আর লাশ পাওয়া গেল আরেক রুমে,এসি চলতেছে বেশী পাওয়ারে। তাছাড়া লাশের কাছে তজবি এবং স্যালাইনের তার পাওয়া গেছে।
এ ব্যাপারে আতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান বলেন নিহতের গলার আঘাতের চিহ্ন আছে।
সদর থানার অফিসার ইনচার্চ আ.জা.মো মাসুদুজ্জামান বলেন,লাশ উদ্ধার করে সুরাত হাল রিপোর্ট শেষে সদর হাসপাতালের জরুরী বিভাগে রাখা হয়েছে।