Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ১৮মে, ২০২২ঃ দেশব্যাপী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে কৃষি খাতসহ অন্যান্য খাতসমূহে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় করোনা মহামারিকালীন সময়ে দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রণোদনা প্যাকেজের পাশাপাশি চলতি মূলধন ভিত্তিক কৃষি খাত সমূহে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৫০০০ (পাঁচ হাজার) কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত অর্থের ১০০% ঋণ বিতরণ করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়। এ উপলক্ষে ১৮ মে ২০২২ তারিখ বিকেল ৩:০০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়স্থ এ.এন. হামিদুল্লাহ্ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ফজলে কবির এর নিকট থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ,কে,এম সাজেদুর রহমান খান; কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন চৌধুরী ও মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম।