খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ১৯মে, ২০২২ঃ দেশব্যাপী নভেল করোনাভাইরাস কোভিড -১৯ প্রাদুর্ভাবের কারণে কৃষি খাত সহ অন্যান্য খাত সমূহের সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অগ্রণী ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত অর্থের ১০১% অর্জন করায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অভিনন্দন ও প্রশংসা পত্র প্রদান করা হয় ।বাংলাদেশ ব্যাংকের এ এন হামিদুল্লাহ কনফারেন্স রুমে প্রশংসা পত্র প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলামের হাতে প্রশ্ংসা পত্র তুলে দেন এবং অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক এবং অগ্রণী ব্যাংকের কৃষিঋণ বিভাগের বিভাগীয় প্রধান মো: সোলায়মান মোল্লা ।