Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, শনিবার, ২১ মে, ২০২২ঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পরিবারের অন্যতম গুরত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে অপরিহার্য ভূমিকা পালন করছে। এর পরিপ্রেক্ষিতে ২০ মে ২০২২ তারিখে উত্তরার রূপায়নসিটিতে স্কুলের স্থায়ীক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি দৃঢ় বন্ধন স্থাপনের জন্য অভিভাবকদের সাথে  ‘মিট দ্য প্রিন্সিপাল’ সম্মেলনের আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় হাফেজ শেখ তামিম বিন আজিজ এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর সিনিয়র শিক্ষক মিসেস শাহানারা বেগম তার মূল্যবান বক্তৃতা দিয়ে সকল দর্শকদের উষ্ণ স্বাগত জানান। পরবর্তীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের এক দশকের বিভিন্ন অর্জন, ভবিষ্যৎ আদর্শ ও আসন্ন শিক্ষা বর্ষের পরিকল্পনা, শিক্ষার্থীদের একাডেমিক, নৈতিক ও শারীরিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে তার মূল্যবান বক্তৃতা দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ডিআইএস-এর অধ্যক্ষ ড. মোঃমাহমুদুল হাসান।
অধ্যক্ষ এবং অভিভাবকদের মধ্যে একটি গঠনমূলক মতবিনিময়ের অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে অভিভাব করা স্বতঃস্ফূর্ত ভাবে অধ্যক্ষের সাথে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ, পরামর্শ এবং মতামত বিনিময় করেন।এই অনুষ্ঠানটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের  শিক্ষার্থীদের জন্য নতুন প্রত্যাশা, দৃষ্টি ভঙ্গি এবং একটি গৌরবময় ভবিষ্যতের আশার সঞ্চার করে।
অত:পর মতবিনিময় পর্ব শেষে সকল অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তা স্কুলের নিজস্ব সুপ্রশস্থ খেলারমাঠে এক আনন্দঘন মিলনমেলায় অংশ গ্রহন করেন এবং চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।