খোলাবাজার২৪, বুধবার, ২৫ মে, ২০২২ঃ দেশের পুঁজি বাজারের তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড প্রতিষ্ঠাবার্ষিকীর ১১ বছর পূর্তি উযাপন করেছে।
এ উপলক্ষে বুধবার শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয় মতিঝিলে দোয়া মাহ্ফিল ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার সাকিব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, নাসিম সেকান্দার ও নাজিমউদ্দৌলা, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা, ব্যাংকের কোম্পানী সচিব আবুল বাশার, সিএফও জাফর ছাদেক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।