খোলাবাজার২৪, বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ঃ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর একাদশ একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.)এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
সভায় বাইউস্ট একাডেমিক কাউন্সিলের সদস্য স্থপতি প্রফেসরড. নিজাম উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন, চুয়েট; কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.); রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়য়া (অব.) এবং অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।